ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইউনিয়ন আ’লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে ইউনিয়ন আ’লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লানগর ইউনিয়ন আওয়ামীলীগ অফিস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি, আসবাবপত্র পুড়ে গেছে। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার গভীর রাতে ওই ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই অফিসের জানালা-দরজা ও আসবাবপত্রসহ টিনের চাল পুড়ে গেছে। এ সংবাদে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) কামরুজ্জামান ও আমি নিজেসহ অনান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে পুলিশের জোর তদন্ত চলছে। এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ওই উপজেলার পোরজনা, বেলতৈল ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ও পোরজনা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় পৃথক ৩টি মামলা করা হয়েছে।

সিরাজগঞ্জ,আগুন,আ’লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত